আমার দক্ষিন খোলা জানলায়
আমার দক্ষিন খোলা জানলায়
মাঘের এ অন্তরঙ্গ দুপুর বেলায়
না শোনা গল্প পুরোনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায় ।।।
আমার দক্ষিন খোলা জানলায়
খোলা জানলায়
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয়
ভালোবাসায়
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় মায়ায়
ভালো লাগায়
আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি স্বত্তা
কাঁপে দারুন
বাড়ে বয়স ।।
তাই দক্ষিন খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুর বেলায়
না শোনা গল্প পুরোনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
মাঘের এই একান্ত দুপুর বেলায়
যা কিছু প্রিয় ভালোলাগা মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
Singers: Ritika/Debojyoti
Music & Lyrics: Debojyoti Misra
Singers: Ritika/Debojyoti
Music & Lyrics: Debojyoti Misra
No comments:
Post a Comment