সংবিগ্ন পাখিকুল
রানওয়ে জুরে পরে আছে শুধু কেউ নেই শূন্যতা
আকাশে তখন থমকিয়ে আছে মেঘ,
বেদনা বিধুর রেডারের অলসতা
আকাশে তখন থমকিয়ে আছে মেঘ,
বেদনা বিধুর রেডারের অলসতা
এমন বিশাল বন্দরে বহুকাল
থামেনি আকাশ বিহরী বিমান যান
এখানে ওখানে আগাছার জনজাল
শূন্য ডানায় বায়োবিত গতিবেগ;
এমন ছবিতে কিশোরী মানায় ভালো
ফ্রকে মুখ গুজে কাঁদে চুল এলোমেলো. .।।
চারণ দেখেছে এই ছবিখানি তাই
হৃদয়ে জমেছে শূন্যতা উড়ু মেঘ-
চারণ ভোলেনা এই ছবিখানি তাই
বড় মায়া লাগে বড় তার উদ্বেগ
আকাশে তখন ঝড় এসে যাবে বলে
থমকিয়ে আছে মেঘ...
No comments:
Post a Comment