Thursday, 6 July 2017

List of lyrics according to albums

Studio albums

YearAlbum details
1977Shongbigno Pakhikul O Kolkata Bishayak
  • Released: 1977
  • Label: Gathani
  • Format: vinyl
1978অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব

  • Released: 1978
  • Label: Hindusthan Records
  • Format: vinyl
1979Drishyomaan Moheener Ghoraguli
  • Released: 1979
  • Label: Bharati
  • Format: vinyl

Compilation albums

YearAlbum details
1995Aabaar Bochhor Kuri Pore
  • Released: 1995
  • Label: Asha Audio
  • Format: cassette, CD, digital download
1996Jhora Somoyer Gaan
  • Released: 1996
  • Label: Asha Audio
  • Format: cassette, CD, digital download
1997Maya
  • Released: 1997
  • Label: Asha Audio
  • Format: cassette, CD, digital download
1999Khyapar Gaan
  • Released: 1999
  • Label: Asha Audio
  • Format: cassette, CD, digital download

Extended play

YearAlbum details
1999Aabaar Bochhor Kuri Pore
  • Released: 1999
  • Label: Asha Audio
  • Format: CD, digital download

অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব


অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব


শিল্পী - মহীনের ঘোড়াগুলো
———————————————————————–——–
গানের তালিকা
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (১৯৭৮)
–অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
–সুধীজন শোনো
———————————————————————–——–
২য় স্টুডিও এলবাম।
মুক্তি : ১৯৭৮।
লেভেল : হিন্দুস্তান রেকর্ডস। দৈর্ঘ্য : ৬ঃ২৫
———————————————————————–——–
গৌতম চট্টোপাধ্যায় – লিড গিটার
প্রদীপ চট্টোপাধ্যায় – কণ্ঠ
রঞ্জন ঘোষাল – কন্ঠ
তাপস দাস – কণ্ঠ
তপেশ বন্দ্যোপাধ্যায় – কণ্ঠ
———————————————————————–
এলবাম কাভার
Aw-U-Baw FC
"সাংসারিক আলাপ, খাতির, আপনার ডাংগুলি লাঞ্ছিত ছেলেবেলা,
ড্রেনমগ্ন শব যার পিঠে সতেজ উদ্ভিদের মতো ফুটে রয়েছে অমোঘ
একটি ছুরি ও আকাশচারী কেরানীকুলের গানসহ আমরা আপনার
সাথে নিবিড় হবো ও অন-ত একাকীত্ব থেকে আপনাকে উদ্ধার করে
আনবো । ফলত আমরা নিজেরা, বেয়াল্লিশ ফুট উঁচু ঝুলবারান্দা
থেকে নীচে কেৎরে পড়ে যাবো, চুরমার হয়ে যাবো এবং ঐ-ক্ষনাৎ
ভায়োলিন, বাঁশি, গীটার ও গুবগুবির ভাঙ্গা টুকরোগুলো কুড়িয়ে
নিতে নিতে আপনার হাত কেঁপে উঠবে, হাঁটু দুমড়ে যাবে”

Wednesday, 5 July 2017

মেরূন সন্ধ্যালোক

দিন চলে যায় সন্ধ্যা বেলায়
বসে একা উদাস হাওয়ায়
যতো ভাবি সুর, বন পথ দূর
মাঝে ডাকে মহুয়া মুকুল।
বেঁকে গেছে পথ গভীর বনে মাতাল করে বিহন জনে ভেসে আসে গান সাঁঝুলি আলোয় মহুয়া-মেদুর শিমুলিয়া সুর। জো জো দারু রে সেথা জুবা কা না সেথা জুবা কা না সেথা হুঁ কাঁই কাঁই জুবা হুঁ জাঁই জাঁই দুলাংগাতি জো জো জোমকে আনতুরা মিনাল পিকোলি রে কাঁই না না তুলি ছুপে হো ইতাম তুতে কা না ইতাম তুতে দুলাংগাতি জো জো জোমকে দুলাংগাতি জো জো জোমকে দিন চলে যায় সন্ধ্যা বেলায় বসে একা উদাস হাওয়ায়.....
কথাঃ গৌতম চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল সুরঃ গৌতম চট্টোপাধ্যায় কন্ঠঃ গৌতম চট্টোপাধ্যায় সহকারী কন্ঠঃ তাপস, তপেশ, প্রদীপ ও রঞ্জন লীড গীটারঃ গৌতম চট্টোপাধ্যায় ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো অ্যালবামঃ সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক

আমার দক্ষিন খোলা জানলায়

আমার দক্ষিন খোলা জানলায় আমার দক্ষিন খোলা জানলায় মাঘের এ অন্তরঙ্গ দুপুর বেলায় না শোনা গল্প পুরোনো মনে পড়ে যায় এক দমকা হাওয়ায় ।।। আমার দক্ষিন খোলা জানলায় খোলা জানলায় খোলা জানলায় উদার বন্ধু বাতাস জাগায় আমার হৃদয় ভালোবাসায় খোলা জানলায় উদার বন্ধু বাতাস জড়ায় মায়ায় ভালো লাগায় আমার উত্তর খোলা জানলায় বাড়ে বয়স যা কিছু স্মৃতি স্বত্তা কাঁপে দারুন বাড়ে বয়স ।। তাই দক্ষিন খোলা জানলায় মাঘের এই অন্তরঙ্গ দুপুর বেলায় না শোনা গল্প পুরোনো মনে পড়ে যায় এক দমকা হাওয়ায় মাঘের এই একান্ত দুপুর বেলায় যা কিছু প্রিয় ভালোলাগা মনে পড়ে যায় এক দমকা হাওয়ায়

Singers: Ritika/Debojyoti 
Music & Lyrics: Debojyoti Misra

Tuesday, 4 July 2017

দিশেহারা আমার মন

দিশেহারা আমার মন

দিশেহারা যে মোর মন, কিসে সার্থক এ জীবন? খুঁজে ফিরি কোথা নেব ঠাঁই। চারিদিকে সবাই মোর কেউ ভালো কেউ মন্দ ঘোর আপন মাঠ চেঁচেঁ সেথা বেড়াই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই! মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই! কেউ বা মাথায় কেউ পিঠে আমার বোলায় হাত মিঠে দিয়ে যায় কতনা বাহবাই; কারু সন্দেহ অতি শেষে হল এই গতি! গেল কি বিফলে জীবনটাই? মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই! মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই! পাগল হয়ে যে আমি দামী হই আরো দামী কত দাম জানিনা আমার চাই। নেবে কে কিনে আমায় তাতে কি-বা আসে যায় থেমে যেতে ভরসা না পাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই! মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই! ছিল বন্ধু এক আমার পেলেম হঠাৎ দেখা তার, ভবঘুরে চালাচুলো নাই। তবু খুশীর হাসির রেশ ঠোঁটে হয়না যে তার শেষ কি তার দাম সে করেইনি যাচাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই। শোনো যদি কোনোদিন আমি হঠাৎ ভাবনাহীন রাখিনি কোনো যে ঠিকানাই। জেনো খোঁজা আমার শেষ তাই হলেম যে নিরুদ্দেশ সাথে করে শুধু হৃদয়টাই।। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যাই।


Monday, 3 July 2017

হায় ভালোবাসি

হায় ভালোবাসি

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে
তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও

ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি একমনে কবিতা পড়তে
যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন ভালোলাগেনা লাগে না কোন কিছু
সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সব কিছু

ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে
বিট্‌ল্‌স্‌ ডিলান আর বেথোফেন শুনতে
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালোলাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে


Sunday, 2 July 2017

শোনো সুধীজন

শুধু আজ নয় প্রতিদিন সাত পাঁচ ভাবনা আর দুঃস্বপ্ন মেখে ঘুম ভাঙে আমার তোমরা কেমন আছো? তোমরা কি আমলকি গাছের ছায়ায় মোষের বিষন্ন ডাক শুনে আনমনা হও আগেকার মতো? শোনো সুধীজন, শোনো প্রিয়জন শোনো সুধীজন, শোনো প্রিয়জন শুধু আজ নয় প্রতিরাত তোমাদের পরকাল ভেবে তোমাদের কথা ভেবে ঘুমহীন রাত জাগি নগরবাসীরা শোনো তোমাদের অন্যায়ে আমাদের অবহেলা মিশে কোন নরক মাতায় তা জানো কি? শোনো সুধীজন, শোনো প্রিয়জন শোনো সুধীজন, শোনো প্রিয়জন শুধু শেষ নয় শুরুতেই বড়শির আঁকশিতে বিঁধে, আকাশের দিকে পিঠ হাজার চড়ক ঘুরছে নিচে শত হাততালি মেরে উল্লাসে ফেটে গেছ কতোবার ঝুলন্ত মানুষের ব্যথাছবি রাঙা চোখে চেয়ে তা মানো কি? শোনো সুধীজন, শোনো প্রিয়জন শোনো সুধীজন, শোনো প্রিয়জন। কথাঃ রঞ্জন ঘোষাল সুরঃ গৌতম চট্টোপাধ্যায় কন্ঠঃ তাপস দাস (বাপি), রঞ্জন ঘোষাল ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু) লিড গীটারঃ গৌতম চট্টোপাধ্যায় ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো অ্যালবামঃ অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব


অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব

আধো-আলো-আঁধারের কোন এক নগরের মেস ঘরে থাকি চারজন ট্রাম লরি টেম্পোরা শব্দের আলপনা দিয়ে ঘিরে রাখে সারাখ'ন রাত কিবা কিবা দিন ঘেমো ঘরে আলোহীন ভৌতিক কেরাণীরা রই আবছায়ে নড়িচড়ি থুতনিতে রুখু দাড়ি এই কোলাহলে নিরজন অজানা ইথার শরীর শুধুই দেওয়াল জুড়ে কাটে সারাদিন সময়ের কঠিন করাত নিশাচর ইঁদুরেরা ছিঁড়ে চলে দিনভরা রোদহীন ছায়ার বনাত তবু সব শনিবারে তারা সব আসে ফিরে ছাতে উঠে যায় চারজন টিভির অ্যান্টেনা যেন বা মাছের কাঁটা বেড়ালের তরে আয়োজন শহর আলোয় উজল ধোঁয়াশায় আকাশ পিছল ছাদে এসে নামে ভীনগ্রহী ফ্লাইং সসার শহর আলোয় উজল ধোঁয়াশায় আকাশ পিছল ছাদে এসে নামে ভীনগ্রহী ফ্লাইং সসার জেনো সব কেরানীরা এইভাবে ঘোরে তারা পড়ে থাকে যতো অফিসার। কথাঃ রঞ্জন ঘোষাল সুরঃ প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা) কন্ঠঃ প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা), রঞ্জন ঘোষাল ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু) অ্যারেঞ্জমেন্টঃ গৌতম চট্টোপাধ্যায় ও আব্রাহাম মজুমদার ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো অ্যালবামঃ অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব


সংবিগ্ন পাখিকুল

সংবিগ্ন পাখিকুল

রানওয়ে জুরে পরে আছে শুধু কেউ নেই শূন্যতা
আকাশে তখন থমকিয়ে আছে মেঘ,
বেদনা বিধুর রেডারের অলসতা
কিনচিৎ সুখী পাখিদের সমবেগ।

এমন বিশাল বন্দরে বহুকাল
থামেনি আকাশ বিহরী বিমান যান
এখানে ওখানে আগাছার জনজাল
শূন্য ডানায় বায়োবিত গতিবেগ;
এমন ছবিতে কিশোরী মানায় ভালো
ফ্রকে মুখ গুজে কাঁদে চুল এলোমেলো. .।।

চারণ দেখেছে এই ছবিখানি তাই
হৃদয়ে জমেছে শূন্যতা উড়ু মেঘ-
চারণ ভোলেনা এই ছবিখানি তাই
বড় মায়া লাগে বড় তার উদ্বেগ
আকাশে তখন ঝড় এসে যাবে বলে
থমকিয়ে আছে মেঘ...