সারা রাত
মহীনের ঘোড়াগুলি
নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার
পারেনা পারেনা কেন মন
পারেনা পারেনা কেন মন
বেছে নিতে সুখের স্বপন
আসেনা সে তো আর চেয়ে আসার
নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার
জানিনা জানিনা কেন হয়
কেড়ে নিতে যা কিছু মন চায়
কিছু দীপ দেখি নেই ভালোবাসার
সারারাত আমি হই শুধু আমার, নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার
সারারাত