Saturday, 20 August 2016

সারা রাত

সারা রাত
মহীনের ঘোড়াগুলি


সারারাত আমি হই শুধু আমার, নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার সারারাত আমি হই শুধু আমার, নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার কাটে না কাটে না যে সময় অস্থির ভাবনারা ঘিরে রয় অনুভব শুধু এক, ব্যাথার
নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার
পারেনা পারেনা কেন মন
পারেনা পারেনা কেন মন
বেছে নিতে সুখের স্বপন
আসেনা সে তো আর চেয়ে আসার
নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার
জানিনা জানিনা কেন হয়
কেড়ে নিতে যা কিছু মন চায়
কিছু দীপ দেখি নেই ভালোবাসার
সারারাত আমি হই শুধু আমার, নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার
সারারাত

Saturday, 13 August 2016

কিসের এতো তাড়া

কিসের এতো তাড়া
মহীনের ঘোড়াগুলি

যাস কোথা তুই
কিসের এতো তাড়া
কেন নিস না কানে বলছি একটু দাঁড়াও রে হে
যাস কোথা তুই
কিসের এতো তাড়া
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া ।
চৈত্র বেলার কৃষ্ণচূড়া ফুল
ফাগুন খেলায় মেতেছে আকুল
মাতাল কোকিল বসন্ত কুহু তানে
পাগল হাওয়ায় কোন সে দোলায় আনে
প্রাণে কি তোর পাশ না কিছুর সাড়া ?
কেন নিস না কানে বলছি একটু দাঁড়াও রে হে ।
যাস কোথা তুই
কিসের এতো তাড়া
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া ।
কোমল হাতের কাকন রিনি ঝিম
সুরের আবেশ জাগায় সে রঙিন
দুটি চোখের নদীর ছোয়া তার
বাকি কিছুই রাখলো না চাওয়ার
সময় এমন কেমনে যায় ছাড়া?
কেন নিস না কানে বলছি একটু দাঁড়াও রে হে ।
যাস কোথা তুই
কিসের এতো তাড়া
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া ।

Saturday, 9 July 2016

গাইবো শুধু গান

গাইবো শুধু গান

চাই না যা পাই চাই না যা চাই পাই না
ভুল করেও তা চাই না
কেচ্ছা কারো গাই না
ঘাড় ভেঙে রস খাইনা
কোনো মিছে মরো ভাবা ছেড়ে দাও
আরাম যখন হারাম তখন সয়না
মনে দক্ষিণ হাওয়া বয় না
দিব্বি আছো মজা লুটে নাও
আমরা গাইবো শুধু গান
আমরা চাই না ভুয়ো মান
হতে চাই না শিরোনাম
আমরা গাইবো শুধু গান
কাকু ইচ্ছে হলে কিংবা কেটে যাও
অফিসে বাজারে পথে ঘাটে যত সব চামচা
লেখে রোজ নামচা
আর চান্স পেলে দেয় খামচা
কেন মিছে মরো ভাবা ছেড়ে দাও
চুলোয় যাক সব ভদ্দলোকের কৃষ্টি
আসুক তেড়ে বৃষ্টি
অষ্টি নষ্টি ভাসিয়ে রসাতলে দাও

Thursday, 7 July 2016

আমার প্রিয়া কাফে

আমার প্রিয়া কাফে

মহীনের ঘোড়াগুলি

কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে
কি যে কাণ্ড কি যে কাণ্ড
একি কাণ্ড সব পণ্ড
এই ব্রহ্মাণ্ড শূন্য লাগে
তুমি ছাড়া শূন্য লাগে |

কী যে ছাই চিন্তা
কী যে ছাই চিন্তা
কি ছাই চিন্তা
ওহে কান্তা পোড়ে প্রাণটা
দুঃখ জাগে |
তুমি ছাড়া শূন্য লাগে ||

কপালটা মন্দ
কপালটা মন্দ
কপাল মন্দ
লাগে ধন্দ কাটে ছন্দ
বিরহ রাগে |
তুমি ছাড়া শূন্য লাগে ||

শিরে সংক্রান্তি
শিরে সংক্রান্তি
এ অশান্তি দাও খান্তি
সব ভ্রান্তি দূর হোক আগে |
কফি ছাড়া শূন্য লাগে ||
কাফে কাফে
আমার প্রিয়া কাফে|| 

মানুষ চেনা দায়

মানুষ চেনা দায়
মহীনের ঘোড়াগুলি

বাড়লে বয়স সবাই মানুষ হয়কি?
শুনলে কথা মানুষ চেনা যায়কি?
চেনা সহজ নয়
চিন্তে লাগে ভয়
বলি তাই মানুষ চেনা দায়
(ভাইরে) বলি তাই মানুষ চেনা দায়

হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
পেরিয়ে অনেক পথ
নিলাম এ শপথ
আমি নয় শত্রু হবে তাই
(ভাইরে) আমি নয় শত্রু হবে তাই

হাসলে পরে রসিক সবাই হয় কি?
কান্না এলেই কাঁদতে পারা যায় কি?
হাসির নিচে কান্না
অনেক হলো আর না
মন খুলে হেসেই যাবো তাই

(ভাইরে) মন খুলে হেসেই যাবো তাই

INTRODUCTION

In this site you would get lyrics of songs of Moheener Ghoraguli (মহীনের ঘোড়াগুলি). There were no proper sites having their songs' lyrics. They had spelling mistakes and none was in Bengali. VOILA! this blog was created. Feel free to point any mistakes in the lyrics.